Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যাক্তিত্ব

 

 

রানী হর্ষমূখী :

বালিয়াকান্দির জাবরকোল গ্রামের প্রভাবশালী জমিদার ছিলেন মধু নারায়ন সান্যাল ও কালী নারায়ন সান্যাল। মধূ সান্যাল  তার নিজ অংশ জার্ডেন ইস্কনার এর নিকট বিক্রয় করেন। জার্ডেন ইস্কনার বালিয়াকান্দিতে নীলকুঠি স্থাপনকরেন।  জার্ডেন ইস্কিনার সাহেব নীলকুঠিসহ তার সম্পত্তি পাইকপাড়া রাজাদের নিকট বিক্রয় করেন। এর পর থেকে বালিয়াকান্দিতে রানী হর্ষমূখী দাসীর জমিদারী পত্তন। জমিদারী প্রথা উচ্ছেদের আগ পর্যন্ত বালিয়াকান্দিতে তিনি জমিদারী করেন।

 

সিরাজুল ইসলাম মৃধা :

রাজনীতিবিদ, সমাজ সেবক জনাব মোঃ সিরাজুল ইসলাম মৃধা ১৯৩৩ সালে বালিযাকান্দির অদুরে মেকচামী গ্রামে জন্ম গ্রহন করেন। মোঃ সিরাজুল ইসলাম মৃধা  ‘মৃধা’ নামেই পরিচিত। তার বাবা আঃ গণি মৃধা। ছোটবেলা থেকে শোষনহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখা সিরাজুল ইসলাম মৃধা রাজেন্দ্র কলেজে ছাত্র থাকা অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বঙ্গবন্ধুর একান্ত সান্নিধ্যে লাভ করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি বালিযাকান্দি উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।বালিয়াকান্দি কলেজ, বালিয়াকান্দি পাঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনি পৃষ্ঠপোষক ছিলেন। মানুষের সেবায় জীবন উৎসর্গকারী জনাব মোঃ সিরাজুল ইসলাম মৃধা ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন।

 

Last update : 10 March 2014