নামকরণঃ
ইংরেজী আমল থেকে ইউনিয়ন বোর্ড ছিল। পরবর্তীতে ইউনিয়ন কাউন্সিল ও পরে বাংলাদেশ স্বাধীনতার পর বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয়।
১। ইউনিয়ন পরিচিতিঃ
(ক) আয়তন ঃ ৯.১৩ বর্গ কিলোমিটার
(খ) সীমানা ঃ উত্তরে- নবাবপুর ইউ,পি
দক্ষিণে- মধুখালী উপজেলার মেগচামী ইউ,পি
পূর্বে- বহরপুর ও জামালপুর ইউ,পি
পশ্চিমে- জংগল ও নারুয়া ইউ,পি
(গ) স্থাপনকাল ঃ ১৯৬০ খ্রীঃ ইউনিয়ন কাউন্সিল গৃহখানা স্থাপন।
(ঘ) জেলা/থানার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাঃ জেলার সহিত যোগাযোগ পাকা রাস্তা।
২। (ক) লোক সংখ্যা ঃ ২৭,৫৯৭ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
পুরুষ- ১৩,৭৭৬ জন, মহিলা- ১৩,৮২১ জন।
(খ) মৌজা সংখ্যা ঃ ২০ টি
(গ) গ্রামের সংখ্যাঃ ৩১ টি
(ঘ) হাট-বাজারের সংখ্যা : ২ টি
(ঙ) শিক্ষা প্রতিষ্ঠানঃ
|
কলেজ |
মাদ্রাসা |
উচ্চ মাধ্যমিক |
নিম্ন মাধ্যমিক |
মাধ্যমিক |
প্রাথমিক বিদ্যালয় |
এবতেদায়ী মাদ্রাসা |
দাখেলী মাদ্রাসা |
এনজিও সংখ্যা |
|
সরকারী |
- |
- |
- |
- |
- |
০৭টি |
- |
- |
- |
- |
বেসরকারী |
০১টি |
০২টি |
০৪টি |
০৩টি |
- |
০২টি |
০২টি |
০২টি |
২১টি |
০৪টি |
বালিয়াকান্দি কলেজ নামে পরিচিত মূলত কলেজটি বহরপুর ইউনিয়নের অধীন।
(চ) শিক্ষার হার ঃ ৬৩%
(ছ) রাস্তা ও সড়কের পরিমাণ (কিঃমিঃ)ঃ ৪৯ কিঃ মিঃ
১। পাকা রাস্তা ঃ ০৭ কিঃ মিঃ
২। এইচ,বি,বি ঃ ১২ কিঃমিঃ
৩। কাঁচা রাস্তা ঃ ৩০ কিঃমিঃ
(জ) (১) নলকূপের সংখ্যা (গভীর সরকারী+বেসরকারী) ৪৯৩ + ১৬৪৮ = ২১৪১ টি
(২) গভীর- তারাপাম্পঃ ১০১ টি
(ঝ) জমির পরিমাণ ঃ ৬৩২৩.০০ একর।
(1) এক ফসলী ৪৫৬ একর।
(2) মোট আবাদী জমি ৪৯৪০ একর।
(3) দুই ফসলী ৯১৪ একর।
(4) পতিত জমি- ৯৫৫ একর।
(ঞ) নয়নঝুলিঃ হালট, খাল, নাল, রাস্তা, ভিটাসহ মোট জমি- ১০৫.১২ একর।
৩। বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের সকল প্রকার অফিস ও উপজেলা হাসপাতাল অত্র
ইউনিয়ন পরিষদের অন্তর্গত।
৪। ইউ,পি ভবন ঘরের বিবরণঃ
(ক) খতিয়ান নং- ১, দাগ নং- ৩২৫২, জমির পরিমাণ- ০.৫০ শতাংশ।
(খ) কমিউনিটি হলসহ ৫ কামরা বিশিষ্ট একখানা পাকা দালান।
(গ) নতুন ভাবে নির্মিত শুভ উদ্বোধন করেন জনাব মোঃ আবু হেনা
মাননীয় সচীব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
উদ্বোধনের তারিখ- ১৭/০১/১৯৯০ ইং।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS