ইংরেজী আমল থেকে ইউনিয়ন বোর্ড ছিল। পরবর্তীতে ইউনিয়ন কাউন্সিল ও পরে বাংলাদেশ স্বাধীনতার পর বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয়।
১। ইউনিয়ন পরিচিতিঃ
(ক) আয়তন ঃ ৯.১৩ বর্গ কিলোমিটার
(খ) সীমানা ঃ উত্তরে- নবাবপুর ইউ,পি
দক্ষিণে- মধুখালী উপজেলার মেগচামী ইউ,পি
পূর্বে- বহরপুর ও জামালপুর ইউ,পি
পশ্চিমে- জংগল ও নারুয়া ইউ,পি
(গ) স্থাপনকাল ঃ ১৯৬০ খ্রীঃ ইউনিয়ন কাউন্সিল গৃহখানা স্থাপন।
(ঘ) জেলা/থানার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাঃ জেলার সহিত যোগাযোগ পাকা রাস্তা।
২। (ক) লোক সংখ্যা ঃ ২৭,৫৯৭ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
পুরুষ- ১৩,৭৭৬ জন, মহিলা- ১৩,৮২১ জন।
(খ) মৌজা সংখ্যা ঃ ২০ টি
(গ) গ্রামের সংখ্যাঃ ৩১ টি
(ঘ) হাট-বাজারের সংখ্যা : ২ টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS